রশিদ-মুজিবের প্রসঙ্গে ওয়ার্ন-মুরালিধরনকে টানলেন বাংলাদেশের সহকারী কোচ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১৬:৪৮
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। বোলার মুজিব উর রহমান। অফ-মিডল স্টাম্পে জোরের ওপর করা লেংথ ডেলিভারি সোজা আসবে ভেবে ব্যাট পেতে দিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু হালকা টার্ন করে ব্যাটের পাশ দিয়ে গিয়ে বল উপড়ে দিল অফ স্টাম্প। হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন শান্ত। সবচেয়ে ছন্দে থাকা ব্যাটসম্যানের অভিব্যক্তিতেই যেন পরিষ্কার আফগানিস্তানের বোলারদের বিপক্ষে বাংলাদেশ দলের বাকিদের অবস্থা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুই ওয়ানডেতেই স্বাগতিক ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন আফগান স্পিনাররা। তাদের সামনে টিকে থাকতে ও রান তুলতে ধুঁকতে হয়েছে শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের। বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস অবশ্য এতে তেমন চিন্তিত নন। তার মতে, বিশ্বের সব দেশের ব্যাটসম্যানদেরই এমন ভুগতে হয় মুজিব, রশিদ খানদের বিপক্ষে।