কেনার আগে গাড়ি পরীক্ষা করে দেয় যেসব প্রতিষ্ঠান
বেশি দাম দিয়ে পছন্দের ব্র্যান্ডের নতুন কিংবা রিকন্ডিশন্ড গাড়ি হয়তো অনেকেই কিনতে চান না বা পারেনও না। এই শ্রেণির গ্রাহকেরা নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে দেশে ব্যবহৃত তথা পুরোনো গাড়ি কিনে নিজেদের প্রয়োজন মেটান। তবে ব্যবহৃত গাড়ি কেনার আগে ক্রেতাদের কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা।
গাড়ির মূল কাঠামো বা চেসিস, ইঞ্জিন ও অন্যান্য মেকানিক্যাল ও ইলেকট্রনিকস যন্ত্রাংশ কী অবস্থায় রয়েছে, তা এখন পরীক্ষা করে দেয় বিভিন্ন কার অ্যানালাইসিস প্রতিষ্ঠান। এ জন্য তারা কাজের ধরনভেদে আড়াই হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত ফি নিয়ে থাকে।
কার অ্যানালাইসিস প্রতিষ্ঠান অটো ট্রেডের ব্যবসাপ্রধান মো. রিয়াজ রহমান প্রথম আলোকে বলেন, ব্যবহারের সময় বিভিন্ন কারণে একটি গাড়িতে স্থায়ী বা অস্থায়ী কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই ব্যবহৃত কোনো গাড়ি কেনার আগেই সেটির সার্বিক অবস্থা যাচাই করে দেখা উচিত।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- গাড়ি কেনা