কালোবাজারে টিকিট বিক্রি করতে গিয়ে ছদ্মবেশী ম্যাজিস্ট্রেটের হাতে আটক
বণিক বার্তা
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১৬:০০
ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ভাড়া জনপ্রতি ৬০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় চালিত এই ট্রেনের পরিচালকদের যোগসাজশে ৬০ টাকার টিকিট দীর্ঘদিন ধরে ২৫০ টাকায় কালোবাজারে বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে ছদ্মবেশে হানা দিয়ে একজন কালোবাজারি ও কাউন্টারে টিকিট বিক্রেতাকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (৯ জুলাই) ভোরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন তার সঙ্গে ছিলেন।
ইউএনও জানান, এই জেলার বেশিরভাগ লোকজনই তিতাস কমিউটার ট্রেনে করে রাজধানী ঢাকায় যাতায়াত করেন। কিন্তু ট্রেন পরিচালনার সঙ্গে জড়িত স্থানীয়রা অধিকাংশ টিকিট কালোবাজারিদের দিয়ে চার গুণ মূল্যে বিক্রি করায়।