‘দুর্ভাগ্যরত্ন’ নীলার লীলাখেলা

সমকাল দিল্লি, ভারত প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১২:৩১

আকারে খুব বড় নয় ছোট আর গাঢ় বেগুনি রঙের জ্বলজ্বলে পাথর। নাম তার ‘দিল্লির নীলা’। এই পাথরের গায়েই নাকি লেগে আছে অনেক হতাশা আর মৃত্যুর গ্লানি। পাথরটির নাম ‘দিল্লির নীলা’ হলেও উৎপত্তি কানপুরে। শোনা যায়, কানপুরের একটি ইন্দ্রমন্দির থেকে নীলাটি চুরি গিয়েছিল আজ থেকে প্রায় ১৬৬ বছর আগে।


১৮৫৭ সালে ভারতের একটি অংশে তখন সিপাহি বিদ্রোহ চলছিল। ওই বিদ্রোহে ব্রিটিশ সরকারের ভিত কিছুটা নড়ে গিয়েছিল। আর সেই সময় বেগুনি রঙের নীলাটি চুরি হয়ে যায়। ওই বছর কানপুরের ইন্দ্রমন্দির থেকে ব্রিটিশ বাহিনীর ঘোড়সওয়ার সৈনিক ডব্লিউ ফেরিস বেগুনি নীলাটি চুরি করেছিলেন বলে শোনা যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও