You have reached your daily news limit

Please log in to continue


বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৩০ জনের মৃত্যু, কয়েক দিনেই বছরের সমান বৃষ্টি

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় গতকাল সোমবার মধ্যরাত পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ে প্রায় এক বছরের সমান বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বেইজিং ও আশপাশের প্রদেশগুলোতে ভারী বৃষ্টি শুরু হয়। গতকাল সোমবার তা তীব্র আকার ধারণ করে। এক দিনেই রাজধানী বেইজিংয়ের উত্তরাঞ্চলে ৫৪৩ দশমিক ৪ মিলিমিটার (২১ দশমিক ৪ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অথচ বেইজিংয়ে বছরে গড় বৃষ্টির পরিমাণ প্রায় ৬০০ মিলিমিটার।

বেইজিংয়ের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকাগুলোতে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৮ জন মিয়ুন এলাকায় ও দুজন ইয়ানকিং এলাকায় মারা গেছেন। তবে কখন, কীভাবে এসব প্রাণহানি হয়েছে, তা নিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সিনহুয়া বলেছে, প্রবল বৃষ্টি শুরুর পর বেইজিংয়ের ৮০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির কারণে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মধ্যরাত পর্যন্ত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন