You have reached your daily news limit

Please log in to continue


সৌরভের জন্মদিনে যত অজানা সৌরভ

মা-বাবার কাছে তিনি ‘মহারাজ’, সতীর্থদের ‘দাদা’, কারও কারও কাছে আবার ‘কলকাতার যুবরাজ’। তা যিনি যে নামেই তাঁকে ডাকুন, ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর আজ ৫১তম জন্মদিন। সৌরভকে নিয়ে এত লেখা হয়েছে যে বলতে গেলে কোনো কিছুই আর অজানা নেই। তারপরও তাঁর জন্মদিনে এমন কিছু খুঁজে বের করার চেষ্টা, যার সব হয়তো আপনি জানতেন না।

কী নামে ডাকি

মা-বাবা নাম রেখেছিলেন সৌরভ চন্ডীদাস গাঙ্গুলী। সেই মা-বাবাই ছোট্ট সৌরভকে ডাকতেন ‘মহারাজ’ নামে। সতীর্থরা তাঁকে বলতেন ‘দাদা’। স্যার জিওফ্রে বয়কট পরে সৌরভের নাম দিয়েছিলেন ‘প্রিন্স অব ক্যালকাটা’ (কলকাতার যুবরাজ)।

বাঁ হাতে ব্যাটিং কেন

সৌরভ গাঙ্গুলী জাগতিক সব কাজই বলতে গেলে ডান হাতে করেন। এমনকি খেলোয়াড়ি জীবনে বোলিংও করতেন ডান হাতে। একমাত্র ব্যাটিংটাই তিনি করতেন বাঁ হাতে। এর কারণ কী? সৌরভের ক্রিকেটের হাতেখড়ি তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলীর কাছে। স্নেহাশিষ ছিলেন বাঁহাতি। দাদার ব্যাটিংয়ের সরঞ্জাম ব্যবহারের জন্য সেই ছোটবেলা থেকেই বাঁ হাতে ব্যাট করতেন সৌরভ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন