You have reached your daily news limit

Please log in to continue


অ্যাশেজে ইংল্যান্ড কোচকেই মাঠে ঢুকতে বাধা

পরিবেশবাদী আন্দোলনকারীদের সংগঠন ‘জাস্ট স্টপ অয়েল’ অ্যাশেজসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টকে লক্ষ্য বানিয়ে কর্মকাণ্ড চালাচ্ছে। সেজন্য মাঠের খেলায় যেন বাধা না আসে, তার কড়া সতর্কতা জারি রয়েছে। এরমাঝেই ঘটেছে বিস্ময়কর এক ঘটনা। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামকেই মাঠে ঢুকতে বাধা দিয়েছে নিরাপত্তারক্ষী।

হেডিংলিতে চলছে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। সঠিক পাস না থাকার জন্য স্টেডিয়ামে প্রবেশ করার সময় ম্যাককালামকে বাধা দেয়া হয়। টেস্টের প্রথমদিনের খেলা শুরুর আগে ঘটে এমন কাণ্ড।

খবর, ম্যাককালামকে চিনতে না পারায় ঢুকতে দেয়া হচ্ছিল না। একপর্যায়ে সাবেক কিউই ক্রিকেটার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়ান। ধৈর্যও হারিয়ে বসেন। নিরাপত্তাকর্মীদের পাশ কাটিয়ে মাঠে প্রবেশ করেন। এসময় বলেন, ‘তোমাকে এ ঘটনার জন্য মূল্য দিতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন