হাঁটুতে যেভাবে আঘাত লাগে

প্রথম আলো প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ১১:০২

শরীরের বড় ও ওজন বহনকারী প্রধান সন্ধিগুলোর অন্যতম হাঁটু। ওপরের দিক থেকে ঊরুর হাড় (ফিমার), মাঝখানে হাঁটুর বাটি বা প্যাটেলা এবং নিচের দিকে পায়ের হাড় (টিবিয়া)—এই তিন হাড়ের সমন্বয়ে হাঁটু গঠিত। এসব হাড়কে একসঙ্গে রাখতে হাঁটুতে চারটি প্রধান লিগামেন্ট কাজ করে। এসব লিগামেন্ট প্রায়ই আঘাতের শিকার হয়, এতে হাঁটুতে ব্যথাসহ নানা সমস্যা দেখা দেয়।


লিগামেন্টে আঘাতের কারণ



  • হঠাৎ মুচড়ে এনটেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়।

  • আঘাত, রিকশা থেকে পড়ে, গাড়ি বা মোটরসাইকেল দুর্ঘটনায় লিগামেন্টে আঘাত।

  • ফুটবল, বাস্কেটবল, কাবাডি ও হাডুডু খেলোয়াড়দের লিগামেন্টে বেশি আঘাত হয়।

  • মই থেকে পড়ে, লাফিয়ে পড়ে, গর্তে পা পড়ে বা সিঁড়িতে নামার সময় লিগামেন্টে আঘাত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও