কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্লোবাল সাউথ কেন রাশিয়াকে সমর্থন করে

সমকাল জরগে হেইন প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ০১:৩০

ইউক্রেন যুদ্ধে আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার নেতৃস্থানীয় অনেক দেশ ন্যাটোর পাশে দাঁড়াতে অনিচ্ছা প্রকাশ করছে। তাদের এই অনিচ্ছাই ‘গ্লোবাল সাউথ’ পরিভাষাটি আবার সামনে নিয়ে এসেছে।  ইউরোপের এক সংবাদমাধ্যমে সম্প্রতি একটা শিরোনাম দেখা গেল–‘গ্লোবাল সাউথের অনেক দেশ কেন রাশিয়াকে সমর্থন করে?’। অন্য আরেকটি শিরোনাম ছিল এমন– “ইউক্রেন  রাশিয়াকে চ্যালেঞ্জ করতে ‘গ্লোবাল সাউথ’কে কাছে পেতে চাইছে”।


প্রথমে বলা দরকার ‘গ্লোবাল সাউথ’ মানে কী। গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোকে কখনও বলা হয় ডেভেলপিং বা উন্নয়নশীল, কখনও লেস ডেভেলপ্ড বা কম উন্নত কিংবা আন্ডার ডেভেলপ্ড বা অনুন্নত। এসব দেশের অনেকই, যদিও সব নয়; দক্ষিণ গোলার্ধ, মূলত আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকায় অবস্থিত। সাধারণভাবে বলা যায়, যেসব দেশ অপেক্ষাকৃত দরিদ্র, সে দেশগুলোতে বড় আকারে আয় বৈষম্য রয়েছে। একই সঙ্গে সেসব দেশের মানুষের গড় আয়ু কম। ‘গ্লোবাল নর্থ’-এর মানুষের তুলনায় তাদের জীবনযাপন অতটা আরামপ্রদ নয়। ‘গ্লোবাল নর্থ’ হলো ধনী দেশ, যেগুলো প্রধানত উত্তর আমেরিকা ও ইউরোপে অবস্থিত। আর ওশেনিয়া ও অন্যত্র কিছু দেশ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও