You have reached your daily news limit

Please log in to continue


৬৮ বছরে বয়সে ভোগের কভার গার্ল রেখা!

৬৮ বছর বয়সে এসে প্রথমবার ভোগ ম্যাগাজিনের কভার গার্ল হলেন রেখা। তাঁর দেখা মিল ভোগ আরায়িার কভারে। ২০১৪ সালের পর থেকে তাঁকে আর সেই অর্থে পর্দায় দেখা যায়নি। তারপর এভাবে সোজাসুজি এই জনপ্রিয় ম্যাগাজিনের কভার পেজে এই রূপে ধরা দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

একটি ছবিতে মাথায় জরির কাজ ভর্তি টুপিসহ সোনালি জরি এবং ছোট পাথরের কাজ করা পোশাক পরে থাকতে দেখা যায় রেখাকে। উইংগড লাইনার, মেরুন লিপস্টিকের সঙ্গে খোঁপা এবং জড়োয়ার গয়নায় নজর কাড়লেন তিনি।

আরেকটি ছবিতে তাঁকে ইজিপশিয়ান রানির বেশে দেখা যায়। মাথায় ময়ূরের পেখমের মতো মুকুট, কানে পেল্লাই সাইজের একটি দুল। পরণে রয়েছে মুকুটের সঙ্গে ম্যাচ করা সোনালি পোশাক যেখানে নীল এবং সোনালি জরির কাজ করা কলার এবং হাতা দেখা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন