শুধু দাঁতের ব্যথা নয় ব্রণ, ব্ল্যাকহেড্‌সের সমস্যা থেকে রেহাই দিতে পারে নুন জল

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ১৪:৩২

রাতে খাওয়ার পর হঠাৎ দাঁতে ব্যথা শুরু হলে ঘরোয়া দাওয়াই হল নুন, গরম জল। ঠান্ডা লেগে গলা ব্যথা হলেও নুন গরম জলে গার্গল করেন অনেকে। কিন্তু ত্বকের যত্নে নুন-জলে মুখ ধোয়ার কথা খুব একটা শোনা যায় না। তবে রূপচর্চা নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন টোটকা নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করেন যাঁরা, তাঁরা বলছেন ইদানীং ব্রণের সমস্যা দূর করতে, তৈলাক্ত ত্বকে ব্ল্যাকহেড্‌স এবং হোয়াইট হেড্‌সের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে এই নুন জল দারুণ কাজ করে। এ ছাড়াও সৈন্ধব নুনে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ থাকে, যা ত্বকের প্রদাহ কমাতেও সাহায্য করে। শোনা যায়, হাজার হাজার বছর আগে মুখে ব্যাক্টেরিয়ার সংক্রমণ রুখতে, পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রাচীন মিশরেও নাকি ব্যবহার করা হত এই মিশ্রণ। অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণ করতে, পরিচ্ছন্নতা বজায় রাখতে এখনও স্নানের জলে অনেকেই এই নুন মিশিয়ে থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও