![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2018%252F02%252F04%252F3359161c2bad0eb88e1063764dce2dd8-5a771680e5ff9.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান
কাঁচা মরিচের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গতকাল সোমবার সারা দেশের ৫৩টি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কাঁচা মরিচ ছাড়াও অন্যান্য নিত্যপণ্যের দামের বিষয়েও তদারক করা হয়। এ সময় পণ্যের মূল্য কারচুপি, মূল্যতালিকা ও ভাউচার না থাকায় ১৪৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছে সংস্থাটি।
এক বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, কাঁচা মরিচ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। ঢাকা মহানগরসহ দেশের ৫০টি জেলা ও মহানগরীতে একযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের ফলে বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছে অধিদপ্তর।