মালি থেকে ফেরত আসতে হবে বাংলাদেশি শান্তিরক্ষীদের: পররাষ্ট্রমন্ত্রী

সমকাল প্রকাশিত: ০৩ জুলাই ২০২৩, ২২:৩১

মালিতে শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশি শান্তিরক্ষীদের দেশে ফেরত আসতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার সর্বসম্মতিক্রমে পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে শান্তিরক্ষী বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের অনুমোদন দিয়েছে। এর ফলে দেশটিতে থাকা শান্তিরক্ষীদের মালি ছাড়তে হবে। সেখানে প্রায় দেড় হাজার বাংলাদেশি শান্তিরক্ষী রয়েছেন।


বাংলাদেশ বাহিনীকে ফেরত নিয়ে আসা হবে নাকি অন্য কোথাও নিয়োগ করা হবে, জানতে চাইলে ড. মোমেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে তাঁরা ফেরত আসবেন। তবে অন্য কোথাও নিয়োগের প্রয়োজন হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও