কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জুনে মূল্যস্ফীতি কমে ৯.৭৪ শতাংশ

সমকাল প্রকাশিত: ০৩ জুলাই ২০২৩, ২১:০১

গেল জুন মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছে জাতীয় পরিসংখ্যান ব্যুরো বিবিএস। পয়েন্ট টু পয়েন্ট হিসাবে জুন শেষে মূল্যস্ফীতি খানিকটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশে নেমেছে। অর্থাৎ গত বছরের তুলনায় পণ্য ক্রয়ে ক্রেতাদের একশ টাকায় পৌনে ১০ টাকা বেশি গুনতে হয়েছে।


গত মে মাসের শেষে এ হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। তবে গত বছরের তুলনায় এ বছরের জুন শেষে মূল্যস্ফীতি ২ দশমিক ৮৭ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৯ দশমিক ০২ শতাংশে উন্নীত হয়েছে। সোমবার এ তথ্য প্রকাশ করেছে বিবিএস। প্রতিষ্ঠানটি জানায়, জুন সমাপ্ত ২০২৩ অর্থ বছরের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ০২ শতাংশ। যা আগের বছর ছিল ৬ দশমিক ১৫ শতাংশ।অবশ্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণায় গত অর্থবছরের জন্য মূল্যস্ফীতি মাত্র ৫ দশমিক ৬০ শতাংশে আটকে রাখার লক্ষ্য ঘোষণা করেছিলেন। বলার অপেক্ষা রাখে না, পরিকল্পনা অনুযায়ী তিনি মূল্যস্ফীতিকে বাগে রাখতে পারেননি। তাই মূল্যস্ফীতির চাপে থাকা জনগণকে একটু শান্তি দিতে অর্থমন্ত্রী আবারও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও