You have reached your daily news limit

Please log in to continue


‘এখনো তাকে দেখলে হতবাক হবেন কীভাবে তিনি বেঁচে আছেন’

চারপাশ নীরব, নিস্তব্ধ। পিনপতন নীরবতা। যেন ভয়ঙ্কর ঝড়ের আগের নীরবতা। যেন আসন্ন বিপদ বা মৃত্যুর আগ-মুহূর্তের নীরবতা। সেই নীরবতার মধ্যেই ক্ষীণ স্বরে আবেদন; ফিসফিস করে কেউ বললেন, 'আমাকে নিয়ে যান… বাঁচান।'

সেই ভয়ার্ত স্মৃতির কথা দ্য ডেইলি স্টারকে শোনাচ্ছিলেন এস এম জাহাঙ্গীর হাছান। তিনি স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) ইউনিটের সাবেক টিম লিডার। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত। সশস্ত্র সন্ত্রাসী হামলার পর ঢাকার গুলশানে হোলি আর্টিজান ক্যাফেতে তিনিই প্রথম পা রাখেন।

২০১৬ সালের ১ জুলাই ওই নৃশংস জঙ্গি হামলায় ৯ ইতালীয়, ৭ জাপানি, ৩ বাংলাদেশি ও ১ ভারতীয় প্রাণ হারান।

সেদিনের স্মৃতি মনে করে ডেইলি স্টারকে জাহাঙ্গীর বলেন, 'প্রাথমিকভাবে আমাদের পরিকল্পনা ছিল পরিস্থিতি মূল্যায়ন করে সেই অনুযায়ী কৌশল নির্ধারণ করা। তবে, একজনের বাঁচার আকুতি শুনতে পেয়ে আমরা ঘটনাস্থলে প্রবেশ করে উদ্ধার অভিযান শুরুর সিদ্ধান্ত নিই।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন