 
                    
                    কক্সবাজারে সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটক মারা গেছেন।
আজ শনিবার দুপুর ২টায় লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।
মৃত মোহাম্মদ সাআদ (২৫) ঢাকার যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকার মো. আহসান উল্লাহর ছেলে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেহেরিন আলম জানান, আজ সকালে সাআদসহ ১৫ জন বন্ধু ঈদ উপলক্ষে কক্সবাজার বেড়াতে আসেন। দুপুর ১২টার দিকে বন্ধুরা মিলে সৈকতের লাবণী পয়েন্টের সাগরে গোসল করতে নামেন। এ সময় সাগরে ভাটার তীব্র স্রোতের টানে সাআদ ভেসে যান।
তার বন্ধুদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা আসেন এবং তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সমুদ্র সৈকত
- পর্যটক নিহত
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                