You have reached your daily news limit

Please log in to continue


রাজা সবসময় রাজাই থাকে!

ঈদের দিন দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফের বহুল আলোচিত ছবি ‘প্রিয়তমা’। মুক্তির দিন থেকেই সিঙ্গেল স্ক্রিনসহ দেশের মাল্টিপ্লেক্সগুলোতেও ছবিটি হাউজফুল যাচ্ছে! ছবির টিকেট পেতে দর্শক উন্মাদনা তো রয়েছেই! সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যম- সবখানেই এসব ছবি ভিডিওর ছড়াছড়ি!

যদিও প্রচারণায় সশরীরে কখনই দেখা যায় না ঢাকাই সিনেমার এই সুপারস্টারকে! এর পক্ষে বিপক্ষে যুক্তি আছে, পাল্টা যুক্তিও আছে। অনেকে অভিযোগ করেন, অন্য সিনেমার তারকারা যেভাবে নিজের ছবির প্রচারণায় মাঠে থাকেন, শাকিব কেন থাকেন না! এমন অভিযোগকারীদের পাত্তা দিতে নারাজ কট্টর শাকিব ভক্তরা। শুধু শাকিব ভক্তই নয়, সিনেপাগল অনেকেই মনে করেন; দুই যুগ ধরে যিনি ইন্ডাস্ট্রিতে রাজ করছেন, দেড় দশক ধরে একাই শাসন করছেন ঢাকাই সিনেমা; তার ছবি প্রচারণার জন্য মাঠে নামার প্রয়োজন হয় না। কারণ তার নামেই সিনেমা দেখতে লোকে হুমড়ি খেয়ে পড়ে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন