ভারতের রিজার্ভ কমেছে ২৯০ কোটি ডলার, কমেছে মজুত সোনার মূল্য
আবারও কমেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) বিদেশি মুদ্রার রিজার্ভ। গত ২৩ জুন শেষ হওয়া সপ্তাহে আরবিআইয়ের বিদেশি মুদ্রার রিজার্ভ ২৯০ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ৫৯৩ দশমিক ১৯ বিলিয়ন বা ৫৯ হাজার ৩১৯ কোটি ডলারে।
তবে আগের সপ্তাহে আরবিআইয়ের রিজার্ভ বেড়েছিল। ১৬ জুন শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ ২৩৫ কোটি ডলার বেড়ে দাঁড়ায় ৫৯৬ বিলিয়ন বা ৫৯ হাজার ৬০০ কোটি ডলারে।
ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ২০২১ সালের অক্টোবর মাসে ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ সর্বকালের উচ্চতায় ওঠে। তখন আরবিআইয়ের রিজার্ভ ছিল ৬৪৫ বিলিয়ন ডলার। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতের মুদ্রা রুপিরও দরপতন হয়। তখন আরবিআই রুপির দরপতন ঠেকাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে।