মালিতে শেষ হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশন
আফ্রিকার দেশ মালিতে এক দশক ধরে চালানো শান্তিরক্ষা মিশন শেষ করতে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
এর আগে, দেশটির ক্ষমতাসীন সামরিক বাহিনী অবিলম্বে সশস্ত্র বিদ্রোহের বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক বাহিনীকে প্রত্যাহারের দাবি করে। এর পরই মূলত এমন পদক্ষেপ নিল জাতিসংঘ।
জাতিসংঘ ও মালির সামরিক জান্তার মধ্যে কয়েক বছর ধরেই শান্তিরক্ষা মিশন নিয়ে প্রবল উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় চলতি মাসে মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুলায়ে দিয়োপ শান্তিরক্ষীদের ‘যত দ্রুত সম্ভব’ সরিয়ে নিতে আনুষ্ঠানিক অনুরোধ জানান।