বন্ধুত্ব পুনরুদ্ধারের ৫ পন্থা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ১৮:১৩
হোঁচট খাওয়া বন্ধুত্বের রাস্তা ঠিক করবেন, না-কী অন্য রাস্তা ধরবেন?
এরকম প্রশ্ন যখন নিজের মাঝেই খেলতে থাকে তখন সিদ্ধান্তহীনতার ভুগতে হয়। তবে পুরানো বন্ধুত্ব মেরামতের চাইতে, সম্পর্কটা ঝাপসা করে দেওয়ার লোভটাই বেশি জাগে, বিশেষ করে যদি জীবনে অন্য কোনো নতুন আনন্দ খুঁজে পাওয়া যায়।
আর কষ্ট পাওয়ার চাইতে দ্বন্দ্ব এড়িয়ে চলাটাই বেশিরভাগের ক্ষেত্রে মুখ্য হয়।
তবে এটাও যে ঠিক না, সেটা আমরা হাঁড়ে হাঁড়ে টের পেয়েছি লকডাউনে একাকিত্বে ভুগে। তাই বন্ধুত্ব পুনরুদ্ধারে মনের মধ্যে উতলাভাব কাজ করবেই। জৈবিকভাবেও আমরা সেভাবে তৈরি।