লিথিয়াম-আয়ন ব্যাটারির জনক জন গুডএনাফের জীবনাবসান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ১৮:১১
বিশ্বের কয়েকশ কোটি মানুষের হাতে তার তৈরি প্রযুক্তি। যাতায়াত, জীবনধারণ এবং নিত্য প্রয়োজনীয় যোগাযোগের গোড়ায় রয়েছে তার উদ্ভাবন। রোববার শতবর্ষে বিদায় নিলেন এমনই এক শীর্ষ বিজ্ঞানী জন গুডএনাফ।
গুডএনাফের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ‘ইউনিভার্সিটি অফ টেক্সাস’। ১৯৮৬ সাল থেকে এখানেই শিক্ষকতা করেছেন তিনি।
২০১৯ সালে ৯৭ বছর বয়সে রসায়ণে নোবেল পুরস্কার তাকে প্রবীণতম নোবেল জয়ী করে তুললেও বিশ্বের বেশিরভাগ মানুষের কাছেই তিনি ছিলেন প্রায় অপিরিচিত; যদিও মোবাইল ফোন, ল্যাপটপ ও বিদ্যুচ্চালিত যানের মতো প্রযুক্তির প্রচলিত ব্যবহার তার উদ্ভাবন ছাড়া সম্ভব হতো না।