You have reached your daily news limit

Please log in to continue


স্তনে চাকা মানেই কি ক্যানসার

মেয়েরা যেসব ক্যানসারে আক্রান্ত হয়, তার মধ্যে স্তন ক্যানসার শীর্ষে। এ তথ্য সচেতন হওয়ার জন্য জানা দরকার। তবে আতঙ্কগ্রস্ত যেন না হই। নারীরা স্তনে একটু ব্যথা হলে, কোনো চাকা হলে, সিস্ট হলে আতঙ্কিত হয়ে পড়ছেন। আসুন আমরা আগে স্তনের টিউমার বা চাকা সম্পর্কে জানি।

স্তনের টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধি বা অস্বাভাবিক টিস্যুতে পরিবর্তিত হয়ে যখন পিণ্ডের আকার ধারণ করে, সেটিকে স্তনের টিউমার বলা হয়। চাকা যদি কম বয়সে হয়, স্তনের মধ্যে নড়াচড়া করে এবং কোনো ব্যথা না করে তাহলে আশা করা যায়, এটি হয়তো ফাইব্রোএডেনোমা বা নিরীহ এক ধরনের টিউমার। যদি টিউমারটি ফোড়া বা সংক্রমণজনিত হয়, তাহলে চাকার সঙ্গে ব্যথা থাকবে আর চামড়া লাল হয়ে যেতে পারে।

যদি টিউমারটি খারাপ ধরনের হয়, অর্থাৎ ক্যানসার হয়, তাহলে সেটি খুব দ্রুত বড় হতে থাকে, চামড়ায় পরিবর্তন আসা শুরু করে, বগলেও চাকা আসতে পারে। কখনো কখনো নিপল দিয়ে রক্ত বা লালচে পানি আসতে পারে।

এসব ছাড়াও সিস্ট, হরমোনের কারণে টিউমার হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন