মহাসড়কে সক্রিয় থাকবে পুলিশের মোটরসাইকেল পেট্রল টিম: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখী ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও নির্ধারিত সময়ে বাড়ি ফেরা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা সড়কে থাকবেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনেক সময় অভিযোগকারীকে যথাসময়ে সেবা দেওয়া সম্ভব হয় না। এ জন্য এবার মহাসড়কে সক্রিয় থাকবে পুলিশের মোটরসাইকেল পেট্রল টিম, যাতে দ্রুত সময়ে অভিযোগ শোনা ও ব্যবস্থা নেওয়া যায়।’সোমবার রাজধানীর গাবতলী স্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘গত ঈদে সবার সার্বিক সহযোগিতায় ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পেরেছি। সাধারণ মানুষ আশ্বস্ত হয়েছেন ও যার যার গন্তব্যে নির্বিঘ্নে ও যথাসময়ে যেতে পেরেছেন। এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘মহানগর পুলিশ, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ সব ইউনিট একযোগে কাজ করছে। বাস ও ট্রাক মালিক–শ্রমিক, পশু হাটের ইজারাদার ও যাত্রীদের সঙ্গে কথা বলেছি, কেউ হয়রানি শিকার হচ্ছেন কি না তা জানার চেষ্টা করেছি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিরাপত্তা ব্যবস্থা
- আইজিপি