যুক্তরাষ্ট্রে ইন্টারনেটে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণের আইনকে অসাংবিধানিক ঘোষণা
২৬ জুন ১৯৯৭
কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট
ইন্টারনেটে অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে পর্নোগ্রাফি দূরে রাখতে ইন্টারনেটের আধেয়ের (কনটেন্ট) নিয়ন্ত্রণ মার্কিন সরকারের কাছে থাকবে, এমন একটি আইন মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই পাস হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ৭–২ ভোটে ‘কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট’ নামের ওই আইনকে অসাংবিধানিক হিসেবে রুল জারি করেন।
বিচারপতি জন পল স্টিভেন্স মতামত হিসেবে লেখেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে স্বাধীন মতপ্রকাশের যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট তার সুস্পষ্ট লঙ্ঘন।