কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি: রওশন

প্রথম আলো প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ২১:০২

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উচ্চমাত্রার মূল্যস্ফীতি। বর্তমানে মূল্যস্ফীতি গত এক যুগের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতি ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারলে অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।


গতকাল রোববার জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এসব কথা বলেন।


রওশন এরশাদ বলেন, প্রস্তাবিত বাজেট একদিকে সম্প্রসারণমূলক বাজেট আরেক দিকে বিশাল ঘাটতির বাজেট। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। এই জিডিপি অর্জন কঠিন হবে। তিনি বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতির গতি শ্লথ হয়েছে। রিজার্ভে টান পড়েছে। রপ্তানি আয় বাড়ানোর চেষ্টা করতে হবে। তিনি জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়ে বলেন, এই খাতে দাম বাড়ানো হলে সব কিছুর দাম বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও