কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হোন্ডার নতুন বিলাসবহুল সংযোজন ২০২৪ অ্যাকুরা ইন্টেগ্রা টাইপ এস

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১৯:৪০

জাপানী গাড়ি নির্মাতা হোন্ডার বিলাসবহুল ব্র্যান্ড অ্যাকুরা। সম্প্রতি এই ব্র্যান্ডের আওতায় নতুন একটি টাইপ এস গাড়ির ঘোষণা এসেছে। আকুরা ইন্টেগ্রা টাইপ এস উন্মোচনের মাধ্যমে হোন্ডা আকুরার একটি জনপ্রিয় মডেলকে নতুন করে ফিরিয়ে আনছে। এর আগে, বাজারে অ্যাকুরা ইন্টেগ্রার একটি টাইপ আর মডেল ছিল, যা এখন পর্যন্ত বাজারে আসা সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর অন্যতম।


এ খাতের বিশেষজ্ঞদের মতে, নতুন এই ২০২৪ অ্যাকুরা ইন্টেগ্রা টাইপ এস গাড়িটিতে রয়েছে ধ্রুপদী নকশা, অত্যাধুনিক প্রযুক্তি ও অসাধারণ কর্মক্ষমতার নজিরবিহীন সমন্বয়।


চলুন এক নজরে দেখে নেওয়া যাক, ২০২৪ অ্যাকুরা ইন্টেগ্রা টাইপ এস সম্পর্কে।


নকশা
২০২৪ অ্যাকুরা ইন্টেগ্রা টাইপ এস-এর নকশা বেশ আধুনিক। একে বলা হচ্ছে 'অ্যাগ্রেসিভ ডিজাইন।'


তবে নতুন গাড়িটি এর আগের মডেলের নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মসৃণ এবং অ্যারোডাইনামিক বডি লাইনগুলো মূল ইন্টেগ্রা মডেলকে অনুসরণ করে। তবে নকশার অ্যারোডাইনামিক ফিচারগুলোকে আরও উন্নত করা হয়েছে। যেখানে কেন্দ্রের ভেন্টটি ইন্টারকুলারকে শীতল করে এবং পাশের ভেন্টগুলো ব্রেককে ঠাণ্ডা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও