কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেন্ট্রাল হাসপাতাল ও সংযুক্তার রেজিস্ট্রেশন বাতিল ও ক্ষতিপূরণ দাবি আঁখির স্বামীর

দেশ রূপান্তর প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১৭:১৫

রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার রেজিস্ট্রেশন বাতিল ও দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন হাসপাতালটিতে সন্তান জন্ম দিতে এসে মারা যাওয়া মাহবুবা রহমান আঁখির স্বামী ইয়াকুব আলী। আজ রোববার বিএমডিসি বরাবর লিখিত অভিযোগ করেন তিনি।


বিএমডিসিতে দেওয়া লিখিত আবেদনে তিনি বলেন, আমার স্ত্রী ও নবজাতককে হত্যা করা হয়েছে। এ জন্য সেন্ট্রাল হাসপাতাল ও ডা. সংযুক্তা সাহার রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। আর কোনো হত্যাকাণ্ড যাতে না ঘটে সে জন্য হাসপাতালগুলোতে আলাদা মনিটোরিং সেল গঠন করতে হবে। পাশাপাশি দুই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছি।


রোববার (১৮ জুন) দুপুরে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবা রহমান আঁখি মারা যান।


জানা গেছে, গত তিন মাস ধরে সেন্ট্রাল হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে চিকিৎসা নিচ্ছিলেন ইডেন কলেজের ছাত্রী গৃহবধূ মাহবুবা রহমান আঁখি। তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলে চিকিৎসক জানিয়েছিলেন। নরমাল ডেলিভারির মাধ্যমে তার সন্তান প্রসব সম্ভব বলে আশ্বস্ত করেছিলেন ডা. সংযুক্তা সাহা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও