বাংলাদেশের রাজনীতিতে ইসরাইলি সংযোগ
গণঅধিকার পরিষদের দুই শীর্ষ নেতা রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরের প্রকাশ্য দ্বন্দ্ব, রাজনীতির মাঠে ছোট দলটিকেও বড় আলোচনায় স্থান করে দিয়েছে। রেজা কিবরিয়া এবং নূর এর একে অন্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য উপস্থাপনের কারণে এই আলোচনার ক্ষেত্র তৈরি হলো। তাদের বাদানুবাদের সুবাদে এমনসব অভিযোগ এসেছে, যা একটি দলই শুধু নয় বৃহত্তর জাতীয় স্বার্থের প্রসঙ্গও চলে আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নূর তারই দলের প্রধান রেজা কিবরিয়াকে মাতাল বলেও আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে রেজা কিবরিয়া নূরকে ইসিরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন। এবং চারশ’ কোটি টাকার কোনো হিসাব নূর দেয়নি বলে অভিযোগ করেছেন।