কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আধিপত্যবাদের বিরুদ্ধে শেখ হাসিনার লড়াইকে সম্মান করে চীন’

বিডি নিউজ ২৪ স্থানীয় সরকার মন্ত্রনালয় প্রকাশিত: ২২ জুন ২০২৩, ২২:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে’ দেশকে যেভাবে এগিয়ে যাচ্ছেন, চীন তাকে সবসময় সম্মান করে বলে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে উদ্ধৃত করে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।


ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা করতে যান। দুজনের আলোচনায় তিনি ওই মন্তব্য করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “চীনের রাষ্ট্রদূত ব্রিকসে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে বাংলাদেশের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।


“ইয়াও ওয়েন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের প্রশংসা করে বলেন, শেখ হাসিনা যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে নিজ দেশকে এগিয়ে যাচ্ছেন, তা চীন সবসময় সম্মান করে। অথচ আন্তর্জাতিক নিয়মনীতি ও জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা অনুচিৎ।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও