কত দিন পরপর তোয়ালে ধোয়া ভালো?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১১:২৮

গোসলের পর শুকনা পরিষ্কার তোয়ালে দিয়ে গা মুছতে বেশ লাগে। আর তারপরেই সেটা হয়ে যেতে পারে জীবাণুর আখড়া।


কারণ শরীর মোছার পর তোয়ালে ভিজে থাকে। আর ভেজা অবস্থায় সেখানে ব্যাক্টেরিয়া ও ফাঙ্গাস জন্মানোর পরিবেশ সৃষ্টি হয়ে যায়।


আর শরীর থেকেই বিভিন্ন ধরনের জীবাণু তোয়ালেতে স্থানান্তরিত হয়।


তাই যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টার’য়ের মেডিকেল মাইক্রোবায়োলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মানাল মোহাম্মেদ, সপ্তাহে অন্তত একবার তোয়ালে ধোয়ার পরামর্শ দেন।


সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “তোয়ালে ধোয়ার ক্ষেত্রে এটাই সাধারণ চলতি রীতি।”


তোয়ালে একবার ব্যবহারের পর না ধুয়ে পুনরায় ব্যবহার করা কি উচিত?


না ধুয়ে কয়েকবার ব্যবহার করাই যায়। আর সেটা পরিবেশের জন্যও ভালো।


“তবে তোয়ালে থেকে কোনো অদ্ভূত গন্ধ পেলেই বুঝতে হবে অবশ্যই ধোয়ার সময় হয়ে গেছে। এই গন্ধই নির্দেশ করে, সেখানে ব্যাক্টেরিয়া ও ফাঙ্গাসের বিস্তার ঘটছে”, বলেন মোহাম্মেদ।


তিনি বলেন, “যতটা মনে করা হয়, ততটা পরিষ্কার থাকেনা তোয়ালে। এই কারণে করোনাভাইরাস মহামারীর সময় আক্রান্ত রোগীর সব কিছুর সাথে তোয়ালেও আলাদা করে রাখতে বলা হত। তাছাড়া সবসময়ের জন্য মনে রাখতে হবে একটি তোয়ালে থেকে পরিবারের অন্যান্য সদস্যদের মাঝেও জীবাণু ছড়ানোর সমূহ সম্ভাবনা থাকে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও