চোখের সামনে বিটিএস

প্রথম আলো প্রকাশিত: ২২ জুন ২০২৩, ০৭:০৫

মাস চারেক হয় পড়াশোনা করতে দক্ষিণ কোরিয়ায় আছি। রাজধানী সিউল থেকে প্রায় ২৫০ কিমি দূরে গুয়াংজু শহরে থাকি। বিটিএসকে পেতে আমাকে সিউলে যেতে হবে। দূরের পথ, বাসা থেকে সকাল সকাল বের হলাম। প্রায় ঘণ্টা তিনেক খরচ করে গত সোমবার দুপুরের আগেই বাস আমাকে সিউল পৌঁছে দিল। এবারের গন্তব্য ইয়োইদো হানগাং পার্ক, বিকেল পাঁচটা থেকে সেখানে ‘বিটিএস টেনথ অ্যানিভার্সারি ফেস্টা’র জমকালো আয়োজন।


বাস থেকে নেমে মেট্রোরেলে চেপে বসলাম, মাঝখানে ভুল স্টেশনে নেমে আরও দুই ঘণ্টা গচ্চা গেল। তড়িঘড়ি করে শেষমেশ পাঁচটা বাজার আগেই ইয়োইদো হানগাং পার্কে হাজির হলাম। বিটিএস আর্মিতে গমগম করছে পার্কের মাঠ, বেশির ভাগ মানুষের পরনে বেগুনি রঙের পোশাক। বেগুনি বিটিএসের থিম রং। খানিকটা ওপর থেকে দেখলে মনে হবে, কেউ বুঝি মাঠে বেগুনি রং ছড়িয়ে দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও