![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-06%252F5fba2855-2d35-46a5-ae38-28f7ac358347%252Foracle.jpg%3Frect%3D0%252C72%252C1920%252C1008%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়তে কাজ করবে ওরাকল
প্রথম আলো
প্রকাশিত: ২১ জুন ২০২৩, ১৫:৩৬
বাংলাদেশকে ডিজিটাল ও জ্ঞানভিত্তিক অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করবে ওরাকল করপোরেশন।
গতকাল মঙ্গলবার এ বিষয়ে আইসিটি বিভাগের সঙ্গে চুক্তিও করেছে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি আইসিটি বিভাগের সঙ্গে হ্যাকাথন প্রতিযোগিতারও আয়োজন করবে ওরাকল করপোরেশন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- জনশক্তি
- দক্ষ জনশক্তি
- ওরাকল