সফটব্যাংকের সিইও বললেন তিনি চ্যাটজিপিটির ‘হেভি ইউজার’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ জুন ২০২৩, ১৪:২৩

সফটব্যাংক গ্রুপের প্রধান নির্বাহী মাসায়োসি সন বলেছেন তিনি চ্যাটজিপিটি প্রযুক্তিটি অতিমাত্রায় ব্যবহার করেন।


“আমি প্রায় প্রতিদিনই চ্যাটজিপিটির সঙ্গে চ্যাট করি – প্রযুক্তিটির আমি একজন হেভি ইউজার” –  মঙ্গলবার কোম্পানিটির টেলিকম খাতের অংশীদারদের সঙ্গে আলাপকালে মাইক্রোসফটের সহায়তাপুষ্ট ওপেনএআইয়ের তৈরি অ্যাপটি নিয়েএমনটাই বলেছেন সন।


কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উন্মাদনার মধ্যেই সন গত কয়েক মাস ধরে জনসংযোগ বা আনুষ্ঠানিক উপস্থিতি থেকে দূরে আছেন। শেয়ার বাজারে মূল্যহ্রাসের কারণে তার বিনিয়োগ সাম্রাজ্যের সার্বিক মূল্যে বড় ধরনের পতন ঘটেছে। এ সবের মধ্যেই তিনি চিপ নকশা কোম্পানি আর্মকে শেয়ার বাজারে তালিকাভূক্তির জন্য কাজ করছেন।


ব্যস্ত সময় কাটাচ্ছেন ওপেনএআই সিইও স্যাম আল্টম্যানও। জেনারেটিভ এআই নিয়ে সবার আগ্রহকে পুঁজি করে অল্টম্যান প্রযুক্তিটির নিয়ন্ত্রণ উদ্যোগে প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছেন। এরই অংশ হিসাবে এ বছরের শুরুতে জাপান সফরে দেশটির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও