কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইইউ, যুক্তরাজ্য ও কানাডায় পোশাক রপ্তানি বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্রে

প্রথম আলো প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১৩:০৬

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে দেশে উচ্চ মূল্যস্ফীতি দেখা দিলেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য ও কানাডা—এসব বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়ছে। অন্যদিকে এককভাবে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রপ্তানি কমছে।


বর্তমানে ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা—প্রচলিত বা পুরোনো এই চার বাজারই হলো বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৮১ শতাংশের গন্তব্য। চলতি ২০২২–২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) মোট ৪ হাজার ২৬৩ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে প্রচলিত এই চার বাজারেই রপ্তানি হয়েছে ৩ হাজার ৩৫৪ কোটি ডলারের পোশাক। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।


একক বাজার হিসেবে বাংলাদেশি তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়েছে ৭৭৩ কোটি ডলারের তৈরি পোশাক। গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৮১৫ কোটি ডলারের পোশাক। সেই হিসাবে এবার এই বাজারে রপ্তানি কমেছে ৫ দশমিক শূন্য ৭ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও