![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F34a1ca18-987b-4031-87a1-629ccd32714a%252Feditorial.png%3Frect%3D0%252C0%252C1600%252C840%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তাদের বিরুদ্ধে এযাবৎকাল যত দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে ও প্রমাণিত হয়েছে, তাতে সর্বজনগ্রাহ্য যৌক্তিক সাধারণ ধারণা হলো, এই প্রতিষ্ঠানের যেখানে হাত দেওয়া হয়, সেখানেই দুর্নীতি-অনিয়মের গন্ধ পাওয়া যায়।
প্রথম আলোয় প্রকাশিত আরও একটি দুর্নীতির খবর উপরিউক্ত ভাষ্যকে যথার্থ যৌক্তিকতায় অধিকতর জোরালো করেছে।
প্রথম আলোর প্রতিবেদনে দেখা যাচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মে টিকিট কেনাবেচা নিয়ন্ত্রণসহ বিভিন্ন সেবা ক্রয়ে ‘জালিয়াতিপূর্ণ’ চুক্তির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ১০ বছরে এই আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৭৬ কোটি টাকা।