হার্ট অ্যাটাকের মতোই বুকে ব্যথা হয় যেসব রোগে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ১২:২৯

বর্তমান বিশ্বে হার্ট অ্যাটাকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। জীবনধারণে অনিয়মসহ নানা কারণে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। শুধু বয়স্করাই নয় কমবয়সীদের মধ্যেও ঝুঁকি বাড়ছে হৃদরোগেন।


জানলে অবাক হবেন, বিশ্বে প্রায় ১৮ মিলিয়ন মানুষ মারা যায় হার্ট অ্যাটাকে। এটি একটি মারাত্মক অসংক্রামক রোগ। এজন্য হার্ট অ্যাটাকের বিষয়ে সবারই সচেতন থাকা জরুরি। বিশেষ করে এর লক্ষণগুলো সম্পর্কে জানতে হবে।


হার্ট অ্যাটাকের বিভিন্ন লক্ষণের মধ্যে বুকের ব্যথা অন্যতম। এই লক্ষণকে কখনো উপেক্ষা করা উচিত নয়। বুকে ব্যথা হলেই হার্ট পরীক্ষা করা উচিত।


আবার বুকে ব্যথার কারণ কিন্তু সব সময় হার্ট অ্যাটাক নাও হতে পারে। বিভিন্ন রোগের কারণ হিসেবে বুকে ব্যথা হতে পারে-


গ্যাস্ট্রিক


পেটে অত্যধিক পাচক অ্যাসিডের কারণে গ্যাস্ট্রিক বা বুকে ব্যথা হতে পারে। যা হার্ট অ্যাটাকের কারণে বুকে ব্যথার মতোই।


পেশী চাপের কারণে ব্যথা


বুকের বাম দিকে ছুরিকাঘাতের মতো ব্যথা কিন্তু পেশী চাপের কারণেও হতে পারে। এ ধরনের ব্যথাকে মাসকুলোস্কেলেটাল পেইন বলা হয়। এক্ষেত্রেও হার্টঅ্যাটাকের মতো প্রচণ্ড ব্যথা হতে পারে বুকে।


দীর্ঘস্থায়ী বুকে ব্যথা


দুশ্চিন্তা ও অন্যান্য মানসিক চাপের কারণেও বুকে ব্যথা হতে পারে। কখনো কখনো এরথেকে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে, যা হার্ট অ্যাটাকের ব্যথার মতোই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও