যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের বরফ কি গলবে?
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ১৭:৪৩
বেলুনকাণ্ড নিয়ে টানাপোড়েন শুরু হওয়ার প্রায় পাঁচ মাস পর চীন সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ওই ঘটনায় তার প্রকৃত সফরকাল আচমকা পিছিয়ে গিয়েছিল।
সেই বেলুনকাণ্ড নিয়ে চীন বলেছিল, তারা আবহাওয়া পর্যবেক্ষণ করছিল। চীনা বেলুন মার্কিন সামরিক বিমানের মাধ্যমে ধ্বংস হওয়ার আগে মহাদেশীয় অঞ্চলজুড়ে উড়ে বেড়াচ্ছিল।
ব্লিঙ্কেনের এই সফরে চীনের পররাষ্ট্রবিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন কি না, সে বিষয়ে জানা যায়নি। গেল শুক্রবার বেইজিংয়ে শি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈশ্বিক দুই পরাশক্তির মধ্যে নানা বিষয় নিয়ে উত্তেজনা রয়েছে। এর মধ্যে কিছু বিষয়ে দুই দেশের মধ্যে মতের পার্থক্য থাকার পাশাপাশি সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রও রয়েছে।