![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/06/online/facebook-thumbnails/----6-samakal-648edcd42481a.gif)
কাজল লাগাতে ভালবাসেন? জানুন কিছু নিয়ম
চোখের সৌন্দর্য বাড়াতে কাজলের জুড়ি নেই। যারা একদমই মেকআপ করেন না, তারাও কিছু না হোক চোখে কাজলটা লাগান। তবে কাজল লাগানোর সময় অনেকে নিজের অজান্তে কিছু ভুল করেন।
চোখের চামড়া টেনে কাজল লাগানো: অনেকেই এই পদ্ধতিতে কাজল বা আইলাইনার লাগান, যাতে দু-চোখে সমানভাবে কাজল পরা যায়। কিন্তু প্রতিদিন এভাবে চোখ টেনে কাজল পরলে চোখের নীচের অংশে এবং আউটার এরিয়াতে খুব তাড়াতাড়ি বলিরেখা পড়ার আশঙ্কা থাকে।
চোখের নীচের পাতায় কাজল লাগানো: বেশ অনেক বছর আগে স্টাইল ছিল শুধুমাত্র চোখের নীচের পাতায় কাজল লাগানো। তবে যুগের সঙ্গে সে স্টাইলও বদলে গেছে। কাজেই শুধু নীচের পাতায় কাজল লাগানোর বদলে উপর ও নীচ, দু’ জায়গায়ই কাজল লাগান। এতে আই মেকআপ একটা অন্য মাত্রা পাবে।
দিনের বেলা মোটা করে কাজল লাগানো:অনেকে চোখে যখনই কাজল লাগান, মোটা করে রেখা টানেন। কিন্তু সব সময়ে সব ধরনের পোশাকের সঙ্গে বা অনুষ্ঠানে মোটা কাজল দেখতে ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা, মেকআপ তোলার সময়ে যতই আপনি মেকআপ রিমুভার ব্যবহার করুন, মোটা কাজলের রেখা চোখ থেকে তোলা বেশ কষ্টকর।