মায়ের আর্তনাদ ও কারাগারে চিকিৎসক

সমকাল মিজান শাজাহান প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ০১:৩০

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে নবজাতকের মৃত্যু ও মায়ের জীবন মৃত্যুঝুঁকিতে ফেলার অভিযোগে করা মামলায় দুই চিকিৎসক এখন কারাগারে। অবহেলার অভিযোগ স্বীকার করে সিএমএম আদালতে জবানবন্দি দিয়েছেন দুই চিকিৎসক। এর ভিত্তিতে বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার রেশ হিসেবে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অস্ত্রোপচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে এ হাসপাতালে চিকিৎসায় যুক্ত থাকতে পারবেন না অভিযুক্তদের একজন ডা. সংযুক্তা সাহা।


সমকালসহ অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কুমিল্লার তিতাস উপজেলা থেকে অন্তঃসত্ত্বা মাহবুবা রহমানকে (২৫) গত ৯ জুন সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয়। তিনি তখন দেশের বাইরে থাকলেও বিষয়টি রোগী বা স্বজনদের জানানো হয়নি। অন্য চিকিৎসকরা তাঁর স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হন। পরে অস্ত্রোপচার করা হয়। রোববার নবজাতকের মৃত্যু হয়। আর মাহবুবার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তিনি এখন ধানমন্ডির আরেকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মা হয়ে সন্তানকে কোলে তুলে নেওয়ার বাসনায় হাসপাতালে গিয়ে এখন নিজেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর আর্তনাদ কি আমরা শুনতে পাচ্ছি?


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও