বাজেট ২০২৩-২৪ : জনগণের প্রাপ্তি ও বর্তমান অবস্থা

ঢাকা পোষ্ট এস এম নাজের হোসাইন প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১১:৫৩

বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে মাননীয় অর্থমন্ত্রী ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। বাজেটে ব্যয়ের অঙ্ক যেমন বড়, তেমনি আয়ের লক্ষ্যমাত্রাও বেশ বড়। বিশাল এই ব্যয় মেটাতে পাঁচ লাখ কোটি টাকা রাজস্ব আয় আহরণের পরিকল্পনা রয়েছে সরকারের। আর এই রাজস্ব আদায়ের লক্ষ্যে নিত্যপণ্যের ওপর শুল্ককর বা পরোক্ষ কর হিসেবে ভ্যাটের পরিধি আরও বাড়ানো হয়েছে।


বর্তমানে নিত্যপণ্যের আকাশচুম্বী দামে সাধারণ মানুষ জীবন জীবিকা চালাতে এমনিতেই হিমশিম খাচ্ছে। সংসারের খরচ মেটাতে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষেরা এখন চোখে অন্ধকার দেখছে। এই অবস্থায় বাজেটে নতুন করে নিত্যপণ্যে শুল্ককর বা ভ্যাট যা পরোক্ষ কর নামে পরিচিত, এর পরিধি আরও বাড়লে তা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন তারা। বর্তমান বাজেট চলমান আয় বৈষম্যকে আরেক দফা উসকে দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও