You have reached your daily news limit

Please log in to continue


পেছন ফিরে ছবি তুললেও যেভাবে চিনে ফেলবে গুগল

পেছন ফিরে মুখ ঢেকে ছবি তুললেও আপনাকে সহজেই চিনে নেবে গুগল। কারণ ইতোমধ্যেই গুগল এ কাজে পারদর্শী হয়ে গেছে। সম্প্রতি গুগলের এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। 

গুগলের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা ছবি সাজানোর কাজে গ্রাহকদের নিয়মিত সাহায্য করে থাকে। সেই থেকেই ছবির ব্যক্তিদের চিনতে শুরু করেছে গুগল। দেখা গেছে, যার ফোন থেকে ছবি তোলা তার পরিচিতদের অনেকটাই নির্ভুল চিনে নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। 

কীভাবে এ প্রক্রিয়া চলে, তাও জানিয়েছে গুগল। সংস্থার স্বয়ংক্রিয় চিহ্নিতকরণ পদ্ধতিটি জামার রং, শরীরের আকার, মুখের গড়ন থেকে শুরু করে নানা খুঁটিনাটি জিনিসেই নজর রাখছে। এর ফলে কোনো গ্রুপ ফোটো তোলা হলে সেখান থেকে চিনে নিচ্ছে সবাইকেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন