You have reached your daily news limit

Please log in to continue


ব্যক্তি ও কোম্পানির ওপর করের বোঝা বাড়বে

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট এবং আয়কর আইন ২০২৩ নিয়ে কিছু উদ্বেগ প্রকাশ করেছে। ফিকি বলেছে, সংসদে পেশ করা অর্থ বিল এবং নতুন আয়কর আইনের বিলে এমন কিছু প্রস্তাব রয়েছে, যা ব্যবসা-বাণিজ্যের ব্যয় বাড়াবে। এতে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। প্রস্তাবিত আয়কর আইনের বিধানগুলো গভীর ও বিস্তৃত পর্যালোচনা করা প্রয়োজন। কারণ, এ আইনের কিছু বিধান আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর বিবেচনায় অযৌক্তিক।

বুধবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ফিকি এক সংবাদ সম্মলেনে এ উদ্বেগের কথা জানিয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট এবং খসড়া আয়কর আইনের বিষয়ে ফিকি সভাপতি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, সরকার যেসব প্রগতিশীল পরিবর্তন বাস্তবায়নের দিকে নজর দিচ্ছে তা প্রশংসনীয়। তবে কিছু বিধান বাস্তবায়ন হলে ব্যবসা এবং ব্যক্তির প্রবৃদ্ধির হার কমে যেতে পারে। স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের ওপর আরোপিত ভ্যাট এবং লোকসানে থাকা কোম্পানিগুলোর ওপর করের বোঝা বাড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন