কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আফগানিস্তানে মার্কিন জঞ্জাল সাফ করছে চীন

সমকাল এফ এম শাকিল প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ০১:৩১

গত সপ্তাহে ইরান, পাকিস্তান ও চীনের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় নিরাপত্তা সংলাপের আয়োজন করেছিল বেইজিং। ইরান ও আফগানিস্তানের মধ্যে সম্প্রতি সীমান্ত সংঘর্ষ ঘটেছে। তা ছাড়া তালেবান সরকার তার সীমানার মধ্যে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণে রাজি হচ্ছিল না। এ দুই প্রেক্ষাপটে ওই নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়।


পাকিস্তানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, সংলাপের উদ্দেশ্য ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পরিপ্রক্ষিতে সৃষ্ট শূন্যতা পূরণের লক্ষ্যে ‘আফগানবিষয়ক নজরদারি’ চালানো নয়; স্থানীয় নিরাপত্তা সমস্যা মোকাবিলা করাই এর উদ্দেশ্য। তবে ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ আলোচনা শেষ পর্যন্ত চীন, ইরান, পাকিস্তান ও আফগানিস্তানকে যুক্ত করে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা তৈরির দিকে গড়াবে। এটি দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধিতেও সহায়তা করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও