গ্রিস উপকূলে শরণার্থী-অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা ডুবে ৫৯ জনের প্রাণহানি
গ্রিসের দক্ষিণ উপকূলে শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী মাছ ধরার একটি নৌকা ডুবে অন্তত ৫৯ জনের প্রাণহানি ঘটেছে। উদ্ধার করা হয়েছে শতাধিক লোককে।
বুধবার গ্রিক কোস্টগার্ড বলেছে, পেলোপনেসে উপকূল থেকে কিছুটা দূরে পাইলোসের ৪৭ নটিক্যাল মাইল দক্ষিণপশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি ডুবে যায়। কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, এই দুর্ঘটনার পর ব্যাপক উদ্ধারকাজ শুরু হলেও ঝোড়ো হাওয়ার কারণে তা ব্যাহত হয়। একশরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে চারজনকে হাইপোথার্মিয়াসহ কালামাটা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোস্টগার্ড আরও বলেছে, যাদের উদ্ধার করা হয়েছে, তাদের কারও কাছে লাইফ জ্যাকেটের মতো নিরাপত্তা সরঞ্জাম ছিল না। নৌকাটিতে ঠিক কত সংখ্যক যাত্রী ছিল, সেই সংখ্যা অজানা।