অপর তিন সিটি নির্বাচনের মতো বরিশাল ও খুলনা সিটি নির্বাচনেও বিএনপি অংশ নেওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল না। ধারণা করা গিয়েছিল, আওয়ামী লীগ হেসেখেলেই নির্বাচনী বৈতরণি পার হয়ে যাবে। কিন্তু এরপরও দেখা যাচ্ছে, তাদের জোরজবরদস্তির আশ্রয় নিতে হচ্ছে।
গাজীপুরে অঘটন ঘটেছে, বরিশালেও ঘটল নির্বাচনের দিন। বিশেষ করে বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম ২২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্র পরিদর্শন করতে গেলে নৌকার প্রার্থীর সমর্থকেরা তাঁর ওপর হামলা চালান এবং এতে তিনি রক্তাক্ত হন। পরে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন।