টিকটক থেকে আয়ের নতুন ফিচার ‘সিরিজ’
ডেইলি স্টার
প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১৯:৪০
টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের সরাসরি আয়ের সুযোগ তৈরি করতে টিকটকের নতুন ফিচার 'সিরিজ'। এই ফিচারের মাধ্যমে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি থেকে টিকটক কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি ও প্রকাশের বিনিময়ে দর্শকের কাছ থেকে সরাসরি অর্থ আয় করতে পারবেন।
গত মার্চে এই ফিচারটি নিয়ে এসেছে টিকটক। কিন্তু এটি এতদিন শুধুমাত্র নির্বাচিত ক্রিয়েটরদের জন্য উন্মুক্ত ছিল।
'সিরিজ' ফিচারের মাধ্যমে আয় করতে হলে ক্রিয়েটরকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে। এ ছাড়া, অন্তত ১০ হাজার ফলোয়ার ও টিকটক অ্যাকাউন্টের বয়স ৩০ দিনের বেশি হওয়ার শর্তও থাকছে।
এ ছাড়া, শেষ ৩০ দিনে অবশ্যই ৩টি ভিডিও পোস্ট করতে হবে এবং ১ হাজার বা তার বেশি বার ভিডিও দেখার বিষয়টি নিশ্চিত করতে হবে।