হেডফোনে সরাসরি অনুবাদ শোনাবে গুগল ট্রান্সলেট
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৩১
গুগলের জনপ্রিয় অনুবাদ সেবা ট্রান্সলেটে যুক্ত হচ্ছে নতুন একটি সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা হেডফোনেই অন্য ভাষার কথাবার্তার সরাসরি বা রিয়েলটাইম অনুবাদ আকারে শুনতে পারবেন। পরীক্ষামূলকভাবে এই সুবিধার পাশাপাশি ট্রান্সলেট অ্যাপে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উন্নত জেমিনির সক্ষমতা। একই সঙ্গে ভাষা শেখার টুলের পরিসরও বাড়ানোর কথা জানিয়েছে গুগল।
নতুন রিয়েলটাইম হেডফোন অনুবাদ ব্যবস্থায় বক্তার কণ্ঠের স্বর, জোর ও কথা বলার ছন্দ অক্ষুণ্ন থাকবে। ফলে কথোপকথন অনুসরণ করা সহজ হবে আর কে, কখন, কী বলছেন, তা স্পষ্টভাবে বোঝা যাবে বলে জানিয়েছে গুগল। এই প্রযুক্তির মাধ্যমে কার্যত যেকোনো হেডফোনই একমুখী রিয়েলটাইম অনুবাদ যন্ত্রে হিসেবে কাজ করবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুগল ট্রান্সলেট
- ট্রান্সলেটর