২০২৫ সালে অ্যালেক্সার কাছে কী জানতে চেয়েছে মানুষ?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৭

স্মার্ট স্পিকার অ্যালেক্সা এখন অনেক ঘরেই নিত্যদিনের সঙ্গী। গান বাজানো, রান্নার টাইমার সেট করা বা আবহাওয়ার খবর জানার বাইরে নানা কৌতূহল মেটাতেও মানুষ ভরসা রাখছে অ্যামাজনের এই এআই সহকারীর ওপর।


২০২৫ সালে সবচেয়ে বেশি যে প্রশ্নটি অ্যালেক্সাকে করা হয়েছে, তা শুনে অনেকেরই হাসি পেতে পারে। সেটি হলো, “এআই বলতে কী বোঝায়?”। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীর কাছে আবার কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা জানতে চাওয়ার মধ্যেই কি আছে এক ধরনের ব্যঙ্গাত্মক বাস্তবতা?


যুক্তরাজ্যের ব্যবহারকারীদের প্রশ্ন বিশ্লেষণ করে অ্যামাজন জানিয়েছে, সাধারণ জ্ঞানভিত্তিক কৌতূহল এখনো তালিকার বড় অংশ দখল করে আছে। এর মধ্যে আছে “ডিম কতক্ষণ পোচ করতে হয়?” কিংবা “পৃথিবীর ব্যাস কত?”, এমন ধরনের প্রশ্ন।


সেলিব্রিটিদের নিয়ে আগ্রহও কম নয়। যুক্তরাজ্যে অ্যালেক্সার কাছে সবচেয়ে বেশি যাদের নিয়ে জানতে চাওয়া হয়েছে, তাদের মধ্যে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, টেলর সুইফট ও ইলন মাস্ক। উচ্চতা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে হলিউড তারকা টম ক্রুজকে ঘিরে। তার পরেই আছেন সাবেক ইংলিশ ফুটবলার পিটার ক্রাউচ।


সম্পদের হিসাব জানতে চাওয়ার ক্ষেত্রেও সবার ওপরে ছিলেন ইলন মাস্ক। তার পরেই ইউটিউবার মিস্টার বিস্ট এবং টেইলর সুইফট। সেলিব্রিটিদের জীবনসঙ্গী নিয়েও কৌতূহল কম নয়। এ তালিকায় সবার আগে ছিলেন এড শিরান, এরপর জ্যেষ্ঠ রক শিল্পী রড স্টুয়ার্ট। ইলন মাস্ক এ ক্ষেত্রে ছিলেন তৃতীয় অবস্থানে।


সংগীত শোনার ক্ষেত্রেও অ্যালেক্সার ব্যবহার পরিসংখ্যান বেশ স্পষ্ট। সবচেয়ে বেশি শোনা শিল্পী ছিলেন টেইলর সুইফট। তার পরেই ব্রুনো মার্স। ব্রুনো মার্স ও রোজের যুগল গান ‘এপিটি’ ছিল বছরের সবচেয়ে বেশি বাজানো গান। নেটফ্লিক্সের অ্যানিমেটেড সুপারহিট ‘কে পপ ডেমন হান্টার্স’-এর সাউন্ডট্র্যাকও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই চলচ্চিত্রের তিনটি গান ছিল শীর্ষ ১০ তালিকায়, আর পুরো অ্যালবামটি ছিল সবচেয়ে বেশি শোনা অ্যালবাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও