বিএসএমএমইউয়ের উপাচার্য অবরুদ্ধ

প্রথম আলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১৫:০৩

ভাতা বাড়ানোর দাবিতে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন।


বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ভাতা বাড়ানোর দাবিতে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলন শুরু করেন। বেলা তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।


স্নাতকোত্তর পর্যায়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা মাসে ২০ হাজার টাকা করে ভাতা পান। তাঁদের দাবি, ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে। শিক্ষার্থীরা কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবিটি জানিয়ে আসছেন। অনাবাসিক শিক্ষার্থীদের ভাতা ৯ মাস ধরে বকেয়া রয়েছে।


আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনের কলাপসিবেল গেট বন্ধ দেখা যায়। গেটের বাইরে ১৫-২৫ জন আনসার সদস্য মোতায়েন ছিল। তখন একজন কর্মকর্তা বলেছিলেন যে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও