আবাহনী-মোহামেডানের এত ট্রফি গেল কই?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১৫:৫৮

বাংলাদেশের শীর্ষ দুই জনপ্রিয় ক্লাব মোহামেডান এবং আবাহনী। দেশের প্রধান তিনটি ইভেন্ট ফুটবল, ক্রিকেট ও হকিতে এই দুই ক্লাবেরই রয়েছে অসংখ্য অর্জন। ফলে প্রতিটি কীর্তির স্মারক ট্রফিও থাকার কথা। একেকটি ট্রফিতে লুকিয়ে থাকে খেলোয়াড় ও কোচদের শ্রম, কর্মকর্তাদের বিনিয়োগ আর সমর্থকদের ভালোবাসা। যা প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে বেড়ায়। অথচ দেশের দুই জনপ্রিয় ক্লাবের অর্জিত অনেক ট্রফিই তাদের সংরক্ষণে নেই!


এসব ট্রফি হারিয়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ ওঠে এসেছে ক্লাব সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখে। সেগুলো হলো- ক্লাবে ট্রফি সংরক্ষণের সংস্কৃতি গড়ে না ওঠা; ম্যাচ হারের পর সমর্থকদের হামলায় নষ্ট হয়ে যাওয়া; সংস্কারের সময় যেকোনোভাবে হারিয়ে যাওয়া; ইতিহাস সংরক্ষণে কেবল উদ্যোগের অভাব; চুরি হয়ে যাওয়া এবং ক্লাবগুলোর উদাসীনতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও